ব্যুরো প্রধান রংপুর।

নীলফামারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নীলফামারী ২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। আজ ১০/০১/২৬ (শনিবার) বিকালে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনায় নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান। উক্ত শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারী সদর ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, আরো উপস্থিত ছিলেন, আসন পরিচালক ও নীলফামারী জেলার জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম,উপজেলা আমীর মাও আবু হানিফা শাহ,মাওলানা মোকাররম হোসেন সাঈদী,আহমদ রায়হান,অ্যাডভোকেট আনিসুজ্জামান আজাদ, অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী সভায় উপস্থিত সাংবাদিকদের সাথে প্রার্থীর পরিচিতি ও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি মতবিনিময় সভায় জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ তার নির্বাচনী ইশতেহারের মূল দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, “যদি আমি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তবে নীলফামারীর চেহারাই বদলে দেব।” তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো হলো উত্তরা ইপিজেডকে আরও আধুনিক ও কন্টেইনার টার্মিনাল স্থাপন, করে জেলার বেকার যুবক-যুবতীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। নীলফামারীর অভ্যন্তরীণ রাস্তাগুলো প্রশস্ত করার পাশাপাশি অন্যান্য জেলার সাথে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।নীলফামারীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ কলেজ ও বিদ্যমান শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করা। স্বাস্থ্য খাতকে উন্নতকরণ। সহ নীলফামারী শহরকে একটি উন্নতমানের শহর উপহার দেওয়া তার অঙ্গীকার। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ নিয়ে নিজের অনাস্থার কথা জানান এই প্রার্থী। তিনি অভিযোগ করেন, নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। বিশেষ করে প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি আতঙ্ক প্রকাশ করেন। তবে সকল বাধা পেরিয়ে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রত্যাশা করেন। সকল ধরনের সাংবাদিক তার দাওয়াতে অংশগ্রহণ করায় সকল সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করে, শুভেচ্ছা বিনিময় সমাপ্তি ঘোষণা করেন।