শহীদ পরিবারের রক্তকে পুঁজি করে কোটি টাকার মালিক সমন্বয়করা: ক্ষুব্ধ জুলাই শহীদের বাবা

দেশী বার্তা প্রতিবেদক | ঢাকা

ছয় দফা দাবি তুলে ধরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি

জুলাই অভ্যুত্থানের বিচার ও শহীদ পরিবারের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’। এতে শতাধিক শহীদ পরিবারের সদস্য অংশ নেন। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, শহীদদের আত্মত্যাগকে পুঁজি করে কিছু ছাত্র সমন্বয়ক ব্যক্তিগত ও রাজনৈতিক লাভবান হয়েছেন, অথচ শহীদ পরিবারের মূল দাবি—হত্যাকারীদের বিচার—এখনো বাস্তবায়িত হয়নি। শহীদ শাহরিয়ার হাসান (আলভী)-এর বাবা মো. আবুল হাসান বলেন, শহীদ পরিবারকে “বিক্রি করে” কিছু নেতা কোটি টাকার মালিক হয়েছেন এবং অন্তর্বর্তী সরকার বিচারের নামে শুধু “ঘুমপাড়ানি গল্প” শোনাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিচার প্রক্রিয়ার অগ্রগতি না থাকায় পরবর্তীতে আরও প্রাণহানি ঘটেছে। শহীদ সায়েমের মা শিউলি আক্তার বলেন, দেড় বছর পেরিয়ে গেলেও হত্যার বিচার হয়নি, আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি এবং শহীদ পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিলেও শহীদ পরিবারের দাবি—প্রকৃত শহীদ ও আহতের সংখ্যা আরও বেশি, যাঁদের অনেকেই এখনো গেজেটে অন্তর্ভুক্ত নন।

শহীদ পরিবারগুলোর ছয় দফা দাবি:

  1. জুলাই শহীদদের হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তার
  2. শহীদ ও আহত পরিবারের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা
  3. শহীদ ও আহতদের উন্নত চিকিৎসার নিশ্চয়তা
  4. গেজেটের বাইরে থাকা প্রকৃত শহীদ ও আহতদের তালিকাভুক্ত করা
  5. শহীদদের প্রায় ২৫০ জন এতিম সন্তানের শিক্ষার দায়িত্ব সরকারকে নেওয়া
  6. জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের দায়মুক্তির জন্য আইন প্রণয়ন

সংবাদ সম্মেলন থেকে শহীদ পরিবারগুলো স্পষ্টভাবে জানিয়ে দেয়—তারা আর আশ্বাস নয়, দ্রুত ও দৃশ্যমান বিচার চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *