স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা কে বিচ্ছিন্ন ঘটনা বললেন , সালাউদ্দিনআহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এসব ঘটনা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত নির্বাচন সফলভাবেই অনুষ্ঠিত হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কারও কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনকে জানানো যেতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সম্পর্কে সালাউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফর করা হবে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা বলেও তিনি উল্লেখ করেন। চূড়ান্ত মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বৃহৎ রাজনৈতিক দল হওয়ায় অনেক যোগ্য নেতাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে স্টার কাবাবের পেছনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির। এ ঘটনায় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামের আরেকজন গুলিবিদ্ধ হন। তিনি তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *