ফুলের মালায় তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি

দেশি বার্তা অনলাইন

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপ ফুলের মালা পরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে মাটিতে পা রাখার পর তিনিই প্রথম তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারাও তাকে স্বাগত জানান।

সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি।

তারেক রহমানের চলাচলের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে লাল-সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাস প্রস্তুত রাখা হয়। সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে বাসটি বিমানবন্দর এলাকায় প্রবেশ করে। সরেজমিনে দেখা গেছে, বাসটির দুই পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছবি সংযুক্ত রয়েছে। জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান ওই বাসেই এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। পথে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সমাবেশে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এদিকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ এলাকায় বুধবার সকাল থেকেই শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যানার, পতাকা, তোরণ ও আলোকসজ্জায় পুরো এলাকা সাজানো হয়েছে। অনেক নেতাকর্মী আগের রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন।

বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে প্রায় ৪৮ ফুট বাই ৩৬ ফুট আয়তনের একটি বড় মঞ্চ নির্মাণ করা হয়েছে। এখন অপেক্ষা কেবল তারেক রহমানের উপস্থিতির।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। এর আগে একই দিন সন্ধ্যায় স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনের নিজ বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *