ডেক্স রিপোর্ট, দেশী বার্তা।

বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে ডাক ভোটের জন্য ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
এ ছাড়া যেসব সরকারি কর্মচারী দায়িত্বজনিত কারণে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, তাঁরাও একই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন এ বিষয়ে তথ্য জানিয়েছে।
ইসি আরও জানিয়েছে, যারা এখনো অ্যাপে নিবন্ধন করেননি, তারা যেন নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করেন।
ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে প্রবাসী ভোটারদের তাদের অবস্থানরত দেশের সঠিক ডাক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধুবান্ধব বা আত্মীয়ের ঠিকানা, কিংবা আশপাশের পরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, ‘পোস্টাল वोट বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত মোট ১ লাখ ৫৫ হাজার ৬১ জন প্রবাসী নাগরিক নিবন্ধন সম্পন্ন করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৯১ জন পুরুষ এবং ১৭ হাজার ৫৭০ জন নারী।
ইসি সচিব জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ নির্বাচনী এলাকায় অনুপস্থিত সরকারি কর্মচারীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) ব্যবস্থাও চালু করা হবে। তফসিল ঘোষণার পর আইসিপিভি-র নিবন্ধন ১৫ দিনের একটি নির্দিষ্ট সময়সীমায় চলবে বলেও তিনি উল্লেখ করেন।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৮টি দেশের জন্য প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচিও প্রকাশ করেন।