সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শিমুল অধিকারী সুমন।

মোঃ আল আমিন রনি , দেশীবার্তা, চাঁদপুর।

সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শিমুল অধিকারী সুমন
সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শিমুল অধিকারী সুমন

চাঁদপুর প্রেসক্লাব ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ গ্রহণ করেছেন তরুণ সাংবাদিক শিমুল অধিকারী সুমন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ব্যবহারিক নীতিশাস্ত্র, সর্বমুখী সাংবাদিকতা ও এআই টুলসের ব্যবহার” শীর্ষক এ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করেন চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।

শনিবার ১৮ অক্টোবর দিনব্যাপী চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করতে দেখা যায়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এবং চাঁদপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল সংবাদ পরিবেশন, ডিজিটাল নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সংবাদ প্রস্তুতির আধুনিক কৌশলসহ সর্বমুখী সাংবাদিকতার বিভিন্ন দিক আলোচনা করা হয়।

সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শিমুল অধিকারী সুমন
সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শিমুল অধিকারী সুমন

প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখান কীভাবে এআই টুলস, যেমন কনটেন্ট যাচাই ও বিশ্লেষণ-অ্যাপ, ফ্যাক্ট-চেকিং সফটওয়্যার এবং ডেটা-ভিত্তিক প্রতিবেদনের নতুন কৌশল কাজে লাগানো যায়।

বিশেষজ্ঞরা বলেন, সাংবাদিকতার বিশ্ব এখন দ্রুত বদলাচ্ছে। তাই সংবাদকর্মীদের শুধু সংবাদ সংগ্রহ নয়, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা বজায় রাখা সময়ের দাবি।

সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন—
“সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজে আস্থা ও দায়িত্ববোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ডিজিটাল যুগে সাংবাদিকদের প্রযুক্তির পাশাপাশি নৈতিকতার প্রতি সর্বোচ্চ যত্নবান হতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আজকের প্রশিক্ষণ কেবল পেশাগত উন্নয়ন নয়, বরং মানবিক ও নৈতিক সাংবাদিকতার প্রতিশ্রুতি নবায়নেরও একটি সুযোগ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কাদের পলাশের সঞ্চালনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সমন্বয়কারী ও প্রশিক্ষক-মণ্ডলীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সনদপ্রাপ্ত অংশগ্রহণকারী শিমুল অধিকারী সুমন বলেন,
“এই প্রশিক্ষণ আমার সাংবাদিকতা জীবনের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই টুলস ব্যবহারে নৈতিকতা ও দায়িত্ববোধ কতটা গুরুত্বপূর্ণ, তা এখানেই বাস্তবভাবে শিখেছি। আমি ভবিষ্যতে এই জ্ঞান কাজে লাগিয়ে আরও পেশাদার ও দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”
তিনি আরও জানান, সাংবাদিকদের মধ্যে প্রযুক্তি-জ্ঞান ও নীতিশাস্ত্রের সমন্বয়ই আগামী দিনের শক্তিশালী সাংবাদিকতার ভিত্তি গড়ে তুলবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি আফতাব হোসেন বলেন,
“বর্তমান সাংবাদিকতা শিক্ষায় প্রযুক্তি-নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। তাই শিক্ষার্থীদের পাশাপাশি কর্মরত সাংবাদিকদেরও নতুন প্রযুক্তি, বিশেষ করে এআই ব্যবহারে পারদর্শী হতে হবে।”

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা বলেন, “প্রতিনিয়ত সামাজিক মাধ্যমের প্রভাব বাড়ছে। সেখানে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা না থাকলে বিভ্রান্তি ও ভুয়া তথ্যের ঝুঁকি বাড়বে। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের নৈতিকভাবে আরও শক্তিশালী করে তোলে।”
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার, নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে নিয়মিত এমন প্রশিক্ষণ আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাংবাদিক শিমুল অধিকারী সুমনের মতে, “এই সনদ কেবল প্রশিক্ষণের স্বীকৃতি নয়, বরং দায়িত্বশীল সাংবাদিকতার পথে একটি নতুন অনুপ্রেরণা।”

তিনি দৈনিক কালবেলা হাইমচর ও ঢাকা জার্নাল, চাঁদপুর জেলা প্রতিনিধি হয়ে দীর্ঘদিন ধরে প্রশংসার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *