মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধী,নীলফামারী।

প্রধান অতিথি হিসাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত মনোনীত নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জন্য সংসদ সদস্য প্রার্থী জননেতা হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, বাংলাদেশের জনগণ যদি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় অধিষ্ঠিত করে আর আমাকে যদি এ আসনে এমপি নির্বাচিত করেন তাহলে জনগণের উন্নয়নে কাজ করব। মুশরত পানিয়াল পুকুর স্কুলের ভবন, সাইন্স ল্যাব খেলা-ধুলার উপকরণ শিক্ষা উপকরণের পর্যাপ্ত ব্যবস্থা করব। এখানকার হেলথ সেন্টারটিকে এমনভাবে সাজাবো যাতে জনগণ এখানেই চিকিৎসা সেবা পায়। চাড়ালকাটা নদীকে মাছের অভয় অরণ্য বানানো হবে যা দিয়ে এলাকার মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং পুষ্টির অভাব পূরণ করতে পারে।
এ সভায় অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল সহকারী সেক্রেটারী শিব্বীর আহমেদ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত জনতা স্বতঃস্ফুর্ত হাত তুলে হাফেজ আব্দুল মুনতাকিমকে বিজয়ী করার অঙ্গিকার ব্যক্ত করেন।