চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি, দেশী বার্তা।

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সোমবার সকাল সাড়ে ১০: টায় উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, , ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, এনসিপি উপজেলার প্রধান সমন্বয়কারী মুকবুল হোসেন মুকুল, জামায়াতে ইসলামী দক্ষিণ আলগী ইউনিয়ন আমির মাওলানা হাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং সকলের অংশগ্রহণে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ার আহ্বান জানান। তিনি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতির ওপর জোর দেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাকসুদুর রহমান। বক্তারা দুর্যোগ প্রস্তুতি ও প্রশমনে স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।