ডেক্স রিপোর্ট, দেশী বার্তা।

প্রখ্যাত ইসলামি বক্তা ও চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। আগামী নভেম্বরে তিনি একটি বড় আকারের লেকচার অনুষ্ঠানে অংশ নেবেন। পরিকল্পনা অনুযায়ী, ২৮ অথবা ২৯ নভেম্বরের যেকোনো একদিন ঢাকায় এই আয়োজন অনুষ্ঠিত হবে।
ইভেন্টটির আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট, এবং এর স্বত্বাধিকারী আলী রাজ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আলী রাজ জানান, আগামী সোমবার (২০ অক্টোবর) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানটির পূর্ণাঙ্গ সময়সূচি ও স্থান ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ বা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারে। তবে শুধু ঢাকাতেই নয়, রাজধানীর বাইরেও অনুরূপ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
আলী রাজ স্পষ্ট করে জানান, ড. জাকির নায়েকের এ সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়; বরং এটি সম্পূর্ণ চ্যারিটি বা দাতব্য উদ্যোগ হিসেবে পরিচালিত হবে।