মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধি নীলফামারী।

আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। খেলাফতে মজলিস নীলফামারী,
১১|১০|২০২৫ তারিখে রবিবার দুপুর সমায়১টা ৪৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী, আমির নীলফামারী জেলা শাখা খেলাফতের মজলিস সংসদ সদস্য পদপ্রার্থী ডোমার ডিমলা আসনে ১ নীলফামারী, সঞ্চালনায় করেন, মোহাম্মদ সারোয়ার আলম বাবু সেক্রেটারি খেলাফতে মজলিস নীলফামার জেলা শাখা সংসদ সদস্য পদপ্রার্থী নীলফামারী ২ সদর, সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান, আরো উপস্থিত ছিলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক আমির ডিমলা উপজেলা খেলাফতে মজলিস উপস্থিত ছিলেন ছয়টি উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ সহ অন্যন্যরা,বক্তারা বলেন উচ্চকক্ষের পিয়ার পদ্ধতি জাতীয় পার্টি সহ ১৪ দল নিষিদ্ধ দাবিতে ,রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান, অনতিবিলম্বে জুলাই সনদ প্রদান, লেভেলপ্লেন ফিল্ড তৈরি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারকে দিতে বাধ্য হবে।