পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে নীলফামারীতে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোঃ জামিয়ার রহমান, স্টাফ রিপোর্টার, নীলফামারী, ১১ অক্টোবর, ২০২৫,শনিবার ।

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে  নীলফামারীতে জেলা  জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে নীলফামারীতে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে, নীলফামারী স্কাই ভিউ রেস্টুরেন্টে বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারি জেলা শাখা।

এখানে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশ করেন।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে মতবিনিময়, সভা সঞ্চালনা করেন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।

সভায় বক্তব্য দেন, নীলফামারী পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী আব্দুল কাদিম, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী মনিরুজ্জামান মন্টু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি,এবং জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ,
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী আমির খেলাফতে মজলিস নীলফামার। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সারোয়ার আলম বাবু সেক্রেটারী খেলাফতে মজলিস নীলফামারী।
এতে আলোচক হিসেবে ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।

তিনি বলেন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪দলের কার্যক্রম নি*ষিদ্ধ করার দাবি জানান।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, যে পাঁচটি দাবী নিয়ে আমরা আন্দোলন করছি তারমধ্যে অন্যতম একটি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের (উভয় কক্ষে) আয়োজন করা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে জাতীয় সংসদে, বৈষম্য থাকবে না, স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটবে না। সব মিলিয়ে দেশের প্রতিটি মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল উপস্তিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *