খুলনায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী রিপন আটক

খুলনায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী রিপন আটক

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোমবার (৬ অক্টোবর) খুলনা জেলার দিঘলিয়া উপজেলাস্থ ফরমাশেখানা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চিহ্নিত সন্ত্রাসী রিপনকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটককৃত সন্ত্রাসীর বাড়ি তল্লাশী করে ০১টি ৭.৬ মিমি পিস্তল, ০৫ রাউন্ড তাজা গোলা, ০১টি ম্যাগাজিন এবং ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসী রিপন খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জনজীবনের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিতে নৌবাহিনীর এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *