মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার এফআইডিএইচ সভাপতির সঙ্গে আলোচনা

মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার এফআইডিএইচ সভাপতির সঙ্গে আলোচনা

ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ)-এর সভাপতি অ্যালিস মগওয়ে গত সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজধানীর যমুনাতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশসহ বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির বিস্তৃত দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা।

অধ্যাপক ইউনূস মিসেস মগওয়েকে তার বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দেশের এই সন্ধিক্ষণে আন্তর্জাতিক সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, “জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন আমি বেশ কয়েকজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। যেহেতু দেশ একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, আমি তাদের সবাইকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাই।” অধ্যাপক ইউনূসের মতে, “প্রত্যেকটি পরিদর্শনই উপেক্ষিত বিষয়গুলোকে সামনে আনতে সাহায্য করে এবং আমাদের মনোযোগ দিতে বাধ্য করে।”

বৈঠকে গাজার চলমান মানবিক সংকট একটি গুরুত্বপূর্ণ স্থান পায়। এ প্রসঙ্গে মিসেস মগওয়ে গাজার মানুষকে সহায়তার জন্য এফআইডিএইচ-এর চলমান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং অধ্যাপক ইউনূসের জোরালো সংহতির প্রশংসা করেন। এই প্রসঙ্গে তিনি তার প্রয়াত বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুর প্রতি গভীর শ্রদ্ধা জানান, যিনি ন্যায়বিচার ও মানব মর্যাদার প্রতি তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতীক ছিলেন।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে মিসেস মগওয়ে মানবাধিকার ও গণতান্ত্রিক নীতিগুলো সমুন্নত রাখার অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই প্রতিকূল পরিস্থিতিতেও আপনারা অসাধারণ কাজ করে চলেছেন।”

মিসেস মগওয়ে তার বক্তব্যে বিগত ১৫ বছরের স্বৈরশাসনের দিকে ইঙ্গিত করে উদ্বেগ প্রকাশ করেন। তিনি পূর্ববর্তী প্রশাসনের অধীনে জোরপূর্বক গুম এবং ভিন্নমত দমনের মতো ঘটনা নিয়ে উদ্বেগ জানান। একইসঙ্গে তিনি বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে পরিবর্তন আনার ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টিও তুলে ধরেন। তিনি আরও বলেন, “তরুণরা পরিবর্তনের জন্য এক শক্তিশালী আকাঙ্ক্ষা দেখাচ্ছে।” তিনি জানান যে, তার চিন্তা ও সকালের প্রার্থনায় তিনি বাংলাদেশকে স্মরণ রাখেন।

বৈঠকে মানবাধিকার সংগঠন অধিকারের জ্যেষ্ঠ গবেষক তাসকিন ফাহমিনাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *