
ঢাকার অদূরে সাভারের আশুলিয়া এলাকার আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে অবস্থিত ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি ঢাকা পোস্টকে জানান, প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।