নীলফামারী ডিমলা, গায়াবাড়ী ইউনিয়নে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে জামায়েতে ইসলামী

মোঃ জামিয়ার রহমান,
জেলা প্রতিনিধি নীলফামারী।

নীলফামারী ডিমলা, গায়াবাড়ী ইউনিয়নে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে জামায়েতে ইসলামী

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের খানাখন্দে ভরা গয়াবাড়ী সড়ক অবশেষে সংস্কার করা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নীলফামারী জেলা জামায়াতের আমীর ডোমার ডিমলা আসনের এমপি মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নিজ হাতে এ সড়ক সংস্কারের কাজ উদ্বোধন করেন।

দীর্ঘদিন ধরে বালুভর্তি ট্রলি ও ট্রাক চলাচলের কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়, ফলে যাতায়াতে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। গত কয়েকদিন আগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এ ঘটনার পর এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের দাবি জানায়।

অবশেষে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা বহুবার জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু অদৃশ্য কারণে রাস্তাটি সংস্কার হয়নি। আজ জামায়াতের নেতাকর্মীরা এগিয়ে এসে আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করলো।”

এসময় অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু একটি ধর্মীয়-রাজনৈতিক দল নয়, বরং একটি জনকল্যাণমূলক ইসলামী আন্দোলন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অব লাইফ—এই বিশ্বাসকে সামনে রেখে আমরা সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছি। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া ও মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য জামায়াতের এই কর্মসূচিই তার প্রমাণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *