সন্ত্রাসবাদ বন্ধ না হলে ‘ভৌগোলিক উপস্থিতি হারাবে পাকিস্তান’: ভারতের সেনাপ্রধান

সন্ত্রাসবাদ বন্ধ না হলে 'ভৌগোলিক উপস্থিতি হারাবে পাকিস্তান': ভারতের সেনাপ্রধান

ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করলে ইসলামাবাদকে বিশ্ব মানচিত্রে তার ‘ভৌগোলিক উপস্থিতি হারানোর’ ঝুঁকি নিতে হবে। শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্ট পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তাঁর ভাষণে জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ভারত। তিনি ইঙ্গিত দেন, এবারের সামরিক প্রতিক্রিয়ায় ভারত আর কোনো সংযম দেখাবে না।

সেনাপ্রধান বলেন, “আমরা অপারেশন সিঁদুর ১.০-তে সংযম দেখিয়েছিলাম, আর তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা বিশ্ব মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় কিনা।” তিনি স্পষ্ট করে বলেন, মানচিত্রে টিকে থাকতে হলে পাকিস্তানকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।

সেনাপ্রধানের এই মন্তব্য সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় এবং কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিতবাহী।

জেনারেল দ্বিবেদী বুঝিয়ে দেন যে, যেহেতু পাকিস্তান সন্ত্রাসবাদে সম্পৃক্ত এবং ভারত এর ভুক্তভোগী, তাই নয়াদিল্লি তার সীমান্ত এবং নাগরিকদের রক্ষা করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত। তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত, ভারতের ধৈর্যের সীমা রয়েছে এবং উসকানি অব্যাহত থাকলে ভবিষ্যতে সামরিক প্রতিক্রিয়ায় কোনো সংযম দেখাবে না ভারতীয় বাহিনী।

তিনি জোর দিয়ে বলেন, ভারতীয় বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাস সহ্য করা হবে না। আন্তর্জাতিক ও ভৌগোলিক প্রাসঙ্গিকতা বজায় রাখতে পাকিস্তানকে দ্রুত তার নীতি পুনর্বিবেচনা করতে হবে—এই বার্তাই দিলেন জেনারেল দ্বিবেদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *