
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। তবে এই ঐতিহাসিক জয়ে সব আলো কেড়ে নিয়েছেন তরুণ পেসার মারুফা আক্তার, যার গতি আর সুইংয়ের কাছে দিশেহারা ছিল পাকিস্তানের টপ অর্ডার। ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসায় ভাসছেন এই পেসার।
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সিডরা আমিনকে মারুফা যে ডেলিভারিতে বোল্ড করেছেন, সেটি ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে। দারুণ এক ইন-সুইং বলে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন সিদরা। এই অবিশ্বাস্য ডেলিভারিটির প্রশংসা করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও।
নিজের ফেসবুক প্রোফাইলে মারুফার ওই ডেলিভারিটিকে ‘বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা ডেলিভারি’ হিসেবে আখ্যা দিয়েছেন মালিঙ্গা। তিনি লিখেছেন, “পিওর স্কিল, এক্সিলেন্ট কন্ট্রোল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।”
ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা মারুফার বোলিংয়ের প্রশংসা করে নিজেদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেন।
ফাতিমা সানা বলেন, “শুরুতে বোলিং করাটা অনেক মজার ছিল। বেশ সিম হচ্ছিল। আমরা শুরুতে উইকেট দিতে চাইনি, কিন্তু প্রথম ওভারেই দুই উইকেট চলে গেছে। ভালো সিম হচ্ছিল। মারুফা শুরুতে অনেক ভালো বোলিং করেছে।”
নিজ দলের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে ফাতিমা আরও যোগ করেন, “আমরা ভালো প্ল্যান করার চেষ্টা করছি। চাপ থাকবেই, অনেক মেয়ে চাপের ম্যাচ প্রথম খেললো। ফলে সামনে এগুলো মানিয়ে নিয়ে খেলতে হবে। এমন উইকেটে যেখানে স্পিন হচ্ছিল সেখানে ২৫০+ টার্গেট দিতে চাচ্ছিলাম আমরা, ২৫০ দিতে পারলে ভালো হতো।” তিনি মনে করেন, পেসারদের সমর্থন দিয়ে সামনের ম্যাচগুলোতে তাদের আরও ভালো করতে হবে।