শাহপরান থানা পুলিশের অভিযানে ভারতীয় চা-পাতাসহ পিকআপ আটক, মূল্য প্রায় ১৪ লাখ টাকা

শাহপরান থানা পুলিশের অভিযানে ভারতীয় চা-পাতাসহ পিকআপ আটক, মূল্য প্রায় ১৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট মহানগরীর শাহপরান (রহঃ) থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৬০ কেজি ভারতীয় চা-পাতাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে। জব্দকৃত চা-পাতার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা এবং পিকআপ ভ্যানটির মূল্য ১০ লাখ টাকা।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টা ১৫ মিনিটের দিকে শাহপরান (রহঃ) থানাধীন মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই (নিঃ) অরুন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় একটি পিকআপকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত কুশিঘাটের দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে, সিয়েরা-৬১ এর অফিসার এসআই (নিঃ) মোঃ মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় পিকআপটিকে ধাওয়া করেন।

ধাওয়া করার এক পর্যায়ে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে পিকআপটি শাহপরান (রহঃ) থানাধীন সিলেট সিটি কর্পোরেশন ৩২নং ওয়ার্ডস্থ মুরাদপুর-টু-কুশিঘাট রোডের মা ভেরাইটিজ স্টোরের সামনে রাস্তার উপর ফেলে রেখে ২ (দুই) জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ২০ (বিশ) বস্তা ভারতীয় চা-পাতা (মোট ওজন ৭৬০ কেজি) এবং একটি নীল-হলুদ রঙের রেজিষ্ট্রেশনবিহীন TATA পিকআপ জব্দ করে। জব্দকৃত পিকআপ ও চা-পাতার আনুমানিক মোট মূল্য ১৩ লাখ ৮০ হাজার টাকা।

উক্ত ঘটনায় শাহপরান (রহঃ) থানায় মামলা নং-২৮, তারিখ: ৩০/৯/২০২৫ খ্রিঃ, ধারা: 25B(1)(b)/25D The Special Powers Act-1974 রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *