
নিউ ইয়র্ক, ২৯ সেপ্টেম্বর: ইসলামে নারী বিষয়ক একটি বৈশ্বিক সম্মেলন যৌথভাবে সহ-আয়োজন করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আগামী বছরের প্রথম দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান মুসলিম পণ্ডিত ও গবেষকগণ একত্রিত হবেন এবং নারীদের অধিকার উন্নয়নে সর্বোত্তম অনুশীলন প্রদর্শন করে এমন দেশগুলিকে তুলে ধরা হবে।
সোমবার নিউ ইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং তুরস্কের সমাজ সেবা মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক ও কারিগরি আদানপ্রদান জোরদার করতে এবং সেবা অর্থনীতি ও সামাজিক সেবা ক্ষেত্রে সহযোগিতার উচ্চ মান নির্ধারণে সম্মত হয়েছে।
শারমিন মুর্শিদ, যিনি সমাজ কল্যাণেরও পোর্টফোলিও বহন করেন, বলেন, তুরস্ক স্থানীয়, তুর্কি এবং আন্তর্জাতিক বাজারের জন্য পেশাদার মহিলা পরিচর্যাকারী বিকাশের জন্য প্রশিক্ষণ এবং ক্ষমতা-নির্মাণ প্রোগ্রাম প্রদানে আরও প্রতিশ্রুতিবদ্ধ।
উভয় দেশই নারীদের বিরুদ্ধে সব ধরনের বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশন (CEDAW) অনুমোদন করেছে। মুসলিম সমাজে নারীদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং অর্জনগুলো বিনিময়ের জন্য উভয় পক্ষ সম্মত হয়েছে।