
বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকারের মধ্যে আজ (২৯ সেপ্টেম্বর) মোট ৩৩১.৭১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি ও অনুদানচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) মোট তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeceng চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তিনটি ভিন্ন খাতে এই অর্থ ব্যবহার করা হবে:
১. বাস্তুচ্যুত মানুষের জন্য পরিষেবা: ‘Integrated Services and Livelihood for Displaced People from Myanmar and Host Communities Improvement’ প্রকল্পের জন্য মোট ৮৬.৭১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদানচুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের মাধ্যমে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত মৌলিক অবকাঠামো তৈরি, অত্যাবশ্যকীয় পরিষেবা প্রাপ্তির জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিষেবাসমূহের টেকসইকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হবে।
২. খুলনা পানি সরবরাহ উন্নয়ন (২য় ধাপ): ‘Khulna Water Supply Project (Phase-2)’ প্রকল্প বাস্তবায়নে মোট ১৫৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদানচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো খুলনা শহরে শুষ্ক মৌসুমে নিরাপদ এবং পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করা। এর জন্য ভূ-উপরিস্থ পানির মাধ্যমে বিদ্যমান সরবরাহ ব্যবস্থা উন্নত করা হবে এবং যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে এখনও পানি পৌঁছায়নি, সেখানে পরিধি বাড়ানো হবে।
৩. বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকীকরণ: বিদ্যুৎ বিভাগের আওতাধীন নর্দান ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বাস্তবায়নাধীন ‘Northwest Distribution Network Modernization Project’ শীর্ষক প্রকল্পে ১১৩.৫৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। এই প্রকল্পের মাধ্যমে নেসকো এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকীকরণ করা হবে, যার ফলে গ্রাহকরা আধুনিক ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ পাবেন। এতে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং সিস্টেম লস উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।