নিষিদ্ধ কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগে সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী রত্না আটক

নিষিদ্ধ কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগে সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী রত্না আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ। একই অভিযোগে গত বুধবার রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মো. মোজাম্মেল হক।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে রত্নাকে আটক করা হয়। তিনি বলেন, আটক করার পর রত্নাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শামিমা পারভীন রত্না সাতক্ষীরা সদর থানার মেহেদী মার্কেট এলাকার বাসিন্দা। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এদিকে, গুলশান থানা পুলিশ গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে মো. মোজাম্মেল হককে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মোজাম্মেল হক নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন। এছাড়াও, তার কাছ থেকে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি দলীয় লোকজনের নিকট প্রচারের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *