
চট্টগ্রাম বন্দরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নিলামে বিক্রি হওয়া ফেব্রিক্স পণ্য ক্রেতাদের কাছে হস্তান্তর না করে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং কাস্টমস হাউস চট্টগ্রামের কমিশনার দুদক টিমকে জানান যে, কন্টেইনার খুঁজে না পাওয়া সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুদক টিম পরবর্তীতে কাস্টমস হাউস, চট্টগ্রাম এর নিলাম শাখা থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি সংগ্রহ করে। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনার পর এই অভিযানকারী দল কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।