
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীদের নম্বর পরিবর্তনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
দুদকের অভিযানকারী দল বোর্ডের চেয়ারম্যানের সাথে আলোচনা করে কম্পিউটার কেন্দ্র/শাখা থেকে ফলাফল জালিয়াতি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি ও রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়াও, এই অভিযোগ তদন্তে পূর্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির নিকট থেকেও সংশ্লিষ্ট রেকর্ড সংগ্রহ করা হয়।
সংগৃহীত রেকর্ডপত্রাদি পর্যালোচনা করে দুদক টিমের কাছে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়েছে। সংগৃহীত সকল তথ্য ও রেকর্ডপত্রাদি পর্যালোচনার পর এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।