প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তি উদযাপন করল বাংলাদেশ বিমান বাহিনী, পালিত হলো ‘বিমান বাহিনী দিবস’

প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তি উদযাপন করল বাংলাদেশ বিমান বাহিনী, পালিত হলো 'বিমান বাহিনী দিবস'

মহান মুক্তিযুদ্ধ চলাকালে জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী আজ, রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তি উদযাপন করেছে। এই দিনটিকে বিমান বাহিনী ‘বিমান বাহিনী দিবস’ হিসেবে পালন করে থাকে।

১৯৭১ সালে দেশের আপামর জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিমান বাহিনীর অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাগণ পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের গতি-প্রকৃতিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে এই স্বতন্ত্র বাহিনী গঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়।

এই লক্ষ্যেই ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে ‘কিলো ফ্লাইট’ নামে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। শুরুতে একটি অটার বিমান, একটি ড্যাকোটা বিমান ও একটি অ্যালুয়েট হেলিকপ্টার এবং ৫৭ জন বাঙালি বৈমানিক ও বিমানসেনা নিয়ে এর কার্যক্রম শুরু হয়।

‘কিলো ফ্লাইট’ মহান মুক্তিযুদ্ধে ৫০টিরও অধিক বিমান অভিযান সাফল্যের সঙ্গে পরিচালনা করে বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।

মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার, বীর উত্তম, পিএসএ (অবঃ) ডেপুটি চীফ অব স্টাফের দায়িত্ব পালন করেন। এছাড়া এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তম, এসিএসসি, (অবঃ) কিলো ফ্লাইটের অধিনায়কের দায়িত্ব পালন করেন।

দিবসটি উপলক্ষে বিমান বাহিনীর সকল ঘাঁটি, ইউনিট এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্টগুলোতে (BANAIR) বিশেষ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে:

বিমান বাহিনীর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।সকল ঘাঁটিতে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এছাড়াও, ঢাকা এলাকার বিমান বাহিনীর সকল সদস্য ও প্রাক্তন বিমান বাহিনী প্রধানগণের উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার, তেজগাঁও-এ সমন্বিত প্রীতিভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *