পূজার নিরাপত্তা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ

পূজার নিরাপত্তা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আজ, রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে অনুষ্ঠিত এই সাক্ষাতে ডাকসু নেতৃবৃন্দ তাদের আনুষ্ঠানিক দাবিগুলো উপস্থাপন করেন।

সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ডাকসু নেতৃবৃন্দ সামগ্রিক বিষয়গুলো তুলে ধরেন।

নিরাপদ ও সফলভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার লক্ষ্যে ডাকসু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট কয়েকটি দাবি পেশ করে। দাবিগুলোর মধ্যে রয়েছে:

ডাকসু উদ্বেগ প্রকাশ করে জানায়, পূর্বে প্রতিমা ভাঙচুরসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত হলে এই ধরনের ঘটনা কমে আসবে।

ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পূজার নিরাপত্তা নিয়ে তাদের বিভিন্ন উদ্বেগ (কনসার্ন) জানানো হয়েছে। তিনি জানান, গতকাল (২৭ সেপ্টেম্বর) জগন্নাথ হল, শিববাড়ি মন্দির ও ঢাকেশ্বরী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ পূজার জন্য সুপারিশগুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয়।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম গুরুতর তোফাজ্জল হত্যাকাণ্ড ও সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডাকসু। স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে প্রকৃত তথ্য ও প্রতিবেদন শিগগিরই প্রকাশের আশ্বাস দিয়েছেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর বিশ্ব দরবারে নতুন দৃষ্টান্ত স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে এই সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নেতৃবৃন্দকে জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যেই একাধিক মিটিং হয়েছে এবং চলমান রয়েছে। তিনি সর্বাত্মক আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *