
রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ নামের ওই ভবনটি যৌথবাহিনী ঘিরে রাখে।
অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে, ভবনটির আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।
জানা যায়, উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। তবে আটক হওয়া বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।
অভিযানের বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালানো শুরু করেছে যৌথ বাহিনী, এমন তথ্য জানতে পেরেছি। এ ব্যাপারে আর কোনো তথ্য আমাদের কাছে নেই।”