গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক আগুন নিয়ন্ত্রণে হাতেকলমে প্রশিক্ষণ বাকৃবিতে

গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক আগুন নিয়ন্ত্রণে হাতেকলমে প্রশিক্ষণ বাকৃবিতে

বাকৃবি প্রতিনিধি, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে দূর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড নিবারণের লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় গ্রন্থাগারের সামনে এই মহড়াটি সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় লাইব্রেরীয়ান (ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তার-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ মহড়ার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বাকৃবি ফ্যাবল্যাবের পরিচালক প্রফেসর ড. এ.কে. এম. আদহাম সহ লাইব্রেরীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশন শাখার সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মূর্শেদের নেতৃত্বে ৮ জন ফায়ার ফাইটারের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ পরিচালিত হয়।

গ্রন্থাগারের সকল জনবলের অংশগ্রহণে এই মহড়ার পাশাপাশি প্রশিক্ষণে গ্যাসের চুলার আগুন এবং গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কলাকৌশলও হাতেকলমে শেখানো হয়। এছাড়াও, বৈদ্যুতিক তারের আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

লাইব্রেরীর সকল জনবলের অংশগ্রহণে প্রশিক্ষণ মহড়াটি সফলভাবে সমাপ্তির পর ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান গ্রন্থাগারের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *