
বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিজ দেশ বাংলাদেশ থেকেই হজে যেতে হবে বলে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা বসবাস করছেন, সেসব দেশ থেকে হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।
মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত আবশ্যিক নির্দেশনার ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীর অন্য দেশ থেকে সৌদি আরব যাওয়া নিষিদ্ধ।
মন্ত্রণালয় জানায়, কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন করে সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছেন। এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে:
- তথ্য জটিলতা: নুসুক মাসার সিস্টেমে হজযাত্রীর ফ্লাইটসহ ‘প্রি-অ্যারাইভাল’ তথ্যাদি দেওয়া সম্ভব হচ্ছে না।
- স্বাস্থ্য ও টিকা: তাদের স্বাস্থ্য পরীক্ষা করে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া এবং হজ পালনে সক্ষমতা যাচাই করে স্বাস্থ্য সনদ দেওয়া সম্ভব হচ্ছে না।
- প্রশিক্ষণের অভাব: তারা হজের প্রশিক্ষণ থেকেও বঞ্চিত হচ্ছেন।
- ব্যবস্থাপনায় জটিলতা: বিমানের সিট খালি থাকাসহ সার্বিক হজ ব্যবস্থাপনায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছে।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের হজ পালনের জন্য বাংলাদেশ থেকেই সৌদিতে পাঠানোর ব্যবস্থা নিতে হজ এজেন্সিগুলোকে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, এ নিয়ম না মানলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব নিতে হবে।