
গ্লোবাল হাই-টেক ক্লাইমেট-স্মার্ট কৃষি বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক (জিএইচএএন) বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিএইউ), ময়মনসিংহের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এই কর্মশালাটি ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
জিএইচএএন গোলটেবিল প্যানেল ডিসকাশন সেশনে, দক্ষিণ এশিয়া আঞ্চলিক হাবের জন্য বিএইউ-এর প্রার্থী হিসেবে ড. ভূঁইয়া একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন। তিনি তাঁর বক্তৃতায় নিম্নলিখিত বিষয়গুলোর ওপর জোর দেন:
- উচ্চ প্রযুক্তি (High-tech) এবং টেকসই কৃষির প্রচার।
- বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় জলবায়ু-স্মার্ট কৃষি সংক্রান্ত বিষয়ে গুরুত্বারোপ।
কর্মশালায় প্রফেসর ড. ভূঁইয়া ছাড়াও বাংলাদেশ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ শামছুল আলম ভূঁইয়া এবং জনাব মজিবুর রহমান উপস্থিত ছিলেন।