
মোঃ জামিয়ার রহমান,
জেলা প্রতিনিধি নীলফামারী।
উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসা কতৃক আয়োজিত আলিম ১ম বর্ষের নবীণ বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসন্ন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এসময় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার শিক্ষার্থীদের বলেন,
এই প্রতিষ্ঠান থেকে আগামী দিনের সৎ ও আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে এই প্রত্যাশা করি। ছাত্রদের হতে হবে নিষ্ঠাবান, সৎ, ও শ্রদ্ধাশীল।”
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন,“আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। দ্বীনি জ্ঞান ও নৈতিক শিক্ষা অর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
পরে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের হাতে ক্রেস্ট তুলে দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মামুনুর রশিদ ও ডিমলা উপজেলা জামায়েতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।
অনুষ্ঠান শেষে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মজিবুর রহমান।
ও অন্যান্যরা