মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি মনগড়া ও ভিত্তিহীন: বিএনপি

মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি মনগড়া ও ভিত্তিহীন: বিএনপি

ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা “এই সময়”-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মির্জা ফখরুল ওই পত্রিকার সঙ্গে কোনো সাক্ষাৎকার দেননি।

বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চান ফখরুল” শিরোনামে প্রকাশিত সংবাদটি ডাহা মিথ্যা ও মনগড়া। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই কাল্পনিক সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। এই ধরনের বানোয়াট বক্তব্যের উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। বিএনপি তাদের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের প্রতি এই অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *