দীর্ঘ ভোগান্তির অবসান, ১৩ বছর পর রাজবাড়ী-মধুখালী রুটে বাস চলাচল শুরু

দীর্ঘ ভোগান্তির অবসান, ১৩ বছর পর রাজবাড়ী-মধুখালী রুটে বাস চলাচল শুরু

দীর্ঘ ১৩ বছর পর রাজবাড়ী থেকে ফরিদপুরের মধুখালী পর্যন্ত ৪০ কিলোমিটার পথে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে প্রথম বাসটি মধুখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। ২০১২ সাল থেকে রাস্তার বেহাল দশার কারণে এই রুটে বাস চলাচল বন্ধ ছিল।

বাস চালু হওয়ায় স্থানীয় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। এই পথের নিয়মিত একজন যাত্রী বলেন, এর ফলে যাতায়াত সহজ ও সাশ্রয়ী হবে। আগে যাত্রীদের মাহেন্দ্র বা সিএনজি’র মতো ঝুঁকিপূর্ণ যানবাহনে চলাচল করতে হতো, যা দুর্ঘটনার কারণ হতো। এখন বাসে চলাচল আরও নিরাপদ হবে।

রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানান, এই পথে প্রতিদিন ২০ মিনিট অন্তর মোট ৩৭টি বাস চলাচল করবে। রাজবাড়ী থেকে মধুখালী পর্যন্ত জনপ্রতি ভাড়া ধরা হয়েছে ৬০ টাকা।

ভাড়ার তালিকা

  • মধুখালী-রাজবাড়ী: ৬০ টাকা
  • বাণীবহ-রাজবাড়ী: ১০ টাকা
  • বহরপুর-রাজবাড়ী: ২০ টাকা
  • বালিয়াকান্দি-রাজবাড়ী: ৩০ টাকা
  • বালিয়াকান্দি-বহরপুর: ১০ টাকা
  • জামালপুর-রাজবাড়ী: ৪৫ টাকা
  • জামালপুর-বালিয়াকান্দি: ১৫ টাকা
  • মধুখালী-বালিয়াকান্দি: ৩০ টাকা
  • মধুখালী-জামালপুর: ১৫ টাকা

রাজবাড়ী বাস মালিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান বলেন, রাস্তা ভালো হওয়ায় তারা আবার এই রুটে বাস চালু করতে পেরেছেন। তিনি জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই রুটে বাস চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *