
বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী নাদিমুল হক এলেম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা উজ্জ্বল দাস-কে গ্রেপ্তার করেছে সিআইডি। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল দাস ঢাকার সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী নাদিমুল হক এলেম। এই ঘটনার পর তার মা কিসমত আরা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ৫৯ নম্বর এজাহারভুক্ত আসামি হলেন গ্রেপ্তারকৃত উজ্জ্বল দাস।
একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিনও সূত্রাপুর থানায় আরেকটি মামলা দায়ের করেছিলেন। বর্তমানে দুটি মামলার তদন্ত কার্যক্রমই সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারকৃত উজ্জ্বল দাসকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। মামলার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।