
সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপে বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। আজ (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে হারলে শ্রীলঙ্কার ফাইনালের ভাগ্য বাংলাদেশের ম্যাচের ওপর নির্ভর করবে।
সুপার ফোরের পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কা বর্তমানে তৃতীয় স্থানে আছে, তাদের নেট রানরেট –০.১২১। অন্যদিকে, পাকিস্তান রয়েছে একেবারে তলানিতে। আজকের ম্যাচে যদি শ্রীলঙ্কা হেরে যায় এবং পরের দিন বাংলাদেশ-ভারত ম্যাচে ভারত জেতে, তাহলে শ্রীলঙ্কা এশিয়া কাপ থেকে বিদায় নেবে। তবে বাংলাদেশ জিতলে তাদের সম্ভাবনা টিকে থাকবে।
যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয়, তাহলে শ্রীলঙ্কার জন্য ফাইনালের একটি ক্ষীণ সম্ভাবনা থাকবে, তবে সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে অনেক বড় ব্যবধানে হারাতে হবে এবং নেট রানরেটে পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে থাকতে হবে।