
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিমা সুবিধা প্রদানের লক্ষ্যে মেটলাইফ বাংলাদেশ-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (রোববার) দুপুরে উপাচার্য ভবনে এক বৈঠকে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়।
চুক্তি অনুযায়ী, রাবির সহায়ক, সাধারণ ও পরিবহন কর্মচারীরা যদি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন, তবে তাঁদের পরিবার ১০ লক্ষ টাকা বিমা সুবিধা পাবে। আর যদি তাঁরা দুর্ঘটনায় মারা যান, তাহলে ২০ লক্ষ টাকা বিমা সুবিধা প্রদান করা হবে।
রাবির উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং মেটলাইফ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ-এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সাক্ষাতের সময় রাবির পক্ষ থেকে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুবিধা, ক্যারিয়ার কাউন্সেলিং এবং কর্মসংস্থানের বিষয়ে মেটলাইফ-এর সহযোগিতা চাওয়া হয়। সিইও আলা আহমদ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত মেটলাইফ কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এই অনুষ্ঠানে রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান এবং মেটলাইফ-এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।