
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন। গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতর্কিত হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে এবং পরিবারের সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হচ্ছে।
গণঅধিকার পরিষদের নেতারা জানান, হামলার পর নুরুল হক নুর দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য তারা সরকারকে সাধুবাদ জানিয়েছেন।
তবে একই সঙ্গে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, হামলার ২৪ দিন পার হয়ে গেলেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনেরও কোনো অগ্রগতি নেই।
নেতারা আরও বলেন, একজন পরিচিত রাজনৈতিক নেতা ও দলীয় প্রধানের ওপর এমন হামলা দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তারা অবিলম্বে হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদ কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।