ভারত থেকে হুমকি-হুঙ্কার বেড়েছে— রুহুল কবির রিজভী

ভারত থেকে হুমকি-হুঙ্কার বেড়েছে— রুহুল কবির রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের পর থেকে ভারত থেকে বাংলাদেশের প্রতি হুমকি ও হুঙ্কার বেড়েছে। তিনি বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখার জন্য বড় ধরনের একটি ষড়যন্ত্র পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে।

আজ (রোববার) জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের ওপর আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে রিজভী এই মন্তব্য করেন। তিনি বলেন, বালু মহলে বিএনপি ও জামায়াত দুই দলেরই নেতাকর্মীদের সম্পৃক্ততার খবর গণমাধ্যমে এলেও, জামায়াতের বিষয়টি তেমন ফলাও করে প্রচার করা হচ্ছে না। তিনি আরও বলেন, সিলেটের পাথর চুরির ঘটনা এবং বিভিন্ন নারীঘটিত ঘটনার সঙ্গেও জামায়াত নেতাদের নাম পাওয়া যাচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসবের দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে।

রিজভী বলেন, কোনো পরিবারের দুষ্ট ছেলের মতো কোনো নেতাকর্মী অন্যায় করলে দল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। কিন্তু সেই পদক্ষেপগুলো প্রচার করা হয় না।

ডাকসুর ভিপি’র সমালোচনা করে রিজভী বলেন, একজন ভিপিকে কি ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে? তিনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবৈধ দোকান ফাইন করছেন, আর সেই টাকা দলের ‘বায়তুল মালে’ জমা দিচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, এর কি কোনো আইনগত ভিত্তি আছে? তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ ও প্রশাসন রয়েছে, ছাত্রনেতার কাজ হলো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা বলা। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মকাণ্ড বরাবরই রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *