বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করল ফিলিপাইন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করল ফিলিপাইন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে ফিলিপাইন। এই অর্থ ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে রাখা হয়েছিল। রোববার (২১ সেপ্টেম্বর) সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে মোট ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়েছিল। এরপর এই অর্থ ফিলিপাইনের মাকাতি সিটির রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাধ্যমে পাচার করা হয়। দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে অবশেষে এই অর্থ বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।

সিআইডি জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া এই অর্থ বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। ধারণা করা হচ্ছে, দেশের ভেতরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ এই অর্থ পাচার করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *