বজ্রপাত প্রতিরোধে আনসার ও ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ: দিনাজপুরে ৭০০ তালবীজ রোপণ

বজ্রপাত প্রতিরোধে আনসার ও ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ: দিনাজপুরে ৭০০ তালবীজ রোপণ

দেশে বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসচেতনতার পাশাপাশি প্রাকৃতিক উপায়ে ঝুঁকি হ্রাস করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে দিনাজপুরের সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলায় প্রায় ৭০০টি তালবীজ রোপণ করা হয়েছে।

বর্ষাকালে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বজ্র নিরোধক তালগাছ রোপণের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা। জেলা কমান্ড্যান্ট, দিনাজপুরের সার্বিক তত্ত্বাবধানে আনসার ও ভিডিপি সদস্যরা এই তালবীজগুলো রোপণ করেন।

আসন্ন পূজার পর জেলার অন্যান্য উপজেলাগুলোতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

বজ্রপাত প্রতিরোধের পাশাপাশি এই তালগাছগুলো দিনাজপুরের মানুষের তালের চাহিদা পূরণ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় জনসাধারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *