
সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য উন্নতমানের দন্ত চিকিৎসা নিশ্চিত করতে নবনির্মিত রাওয়া (RAOWA) ডেন্টাল সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার) রাওয়া কমপ্লেক্স এলাকায় এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।
সেনা সদর দপ্তরের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা মানসম্মত ডেন্টাল সেবা পাবেন। দীর্ঘ প্রতীক্ষিত এই উদ্যোগের জন্য অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।