১৫ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে: মঈন খান

১৫ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে: মঈন খান

গত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন যে রাজনীতি মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে না পারলে তা অর্থহীন। তিনি বলেন, দেশের কোটি কোটি মানুষ যখন শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং তাদের পেটের ক্ষুধা নিয়ে চিন্তা করতে হবে না, তখনই রাজনীতি সার্থক হবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এবং ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তিনি অভিযোগ করেন, পদ্মা সেতু নির্মাণেও বেশিরভাগ টাকা লুটপাট হয়েছে। তিনি বলেন, যে পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

ড. মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নানা মিথ্যা অপবাদ দিলেও তাকে দুর্নীতিবাজ বা অসৎ প্রমাণ করতে পারেনি। তিনি বলেন, একটি সমাজ থেকে দুর্নীতি দূর করতে না পারলে কোনো সংস্কারই দেশকে উন্নত করতে পারবে না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা-সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *