
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মহসীন হলকে নিয়ে ইসলামি বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজার দেওয়া বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মহসীন হল ছাত্রদল। তারা দাবি করেছে, হল প্রশাসন যেন এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।
সম্মেলনে মহসীন হল ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন, “মহসীন হল বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থীদের আবাসিক হল। এখানে অধিকাংশ শিক্ষার্থী নিয়মিত মসজিদে আজান শুনে নামাজ আদায় করেন। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আমির হামজা দাবি করেছেন—ছাত্রশিবির ডাকসু নির্বাচনে জেতার আগে এই হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এমন বানোয়াট দাবি হলের শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং তাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে।”
তিনি আরও বলেন, “আমরা মহসীন হলের শিক্ষার্থীরা ধর্মের নামে এমন অসত্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এর আগে শিবির নাকি একশ শিক্ষার্থীর জন্য বেডের ব্যবস্থা করেছিল বলে আরেকটি মিথ্যাচার প্রচার করা হয়েছিল, যা কখনোই সত্য নয়।”
রাফি দাবি করেন, “এ ধরনের অসত্য বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি হল প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে এ বক্তব্যের নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন ভবিষ্যতে কেউ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে।”