কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের অংশ- ফয়েজ আহমদ তৈয়্যব

কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের অংশ- ফয়েজ আহমদ তৈয়্যব

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের পথে রয়েছে এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও এই অগ্রযাত্রার অংশীদার। প্রাথমিক পর্যায় থেকে তাদের ডিজিটাল দক্ষতা অর্জন ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ ও টেকসই অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আজ কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি জানান, যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষাসহ আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে পারবে, যা তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। পরে আইসিটি বিভাগের মাধ্যমে উচ্চস্তরের প্রশিক্ষণও প্রদান করা হবে।

মোট ১৬০ জন কওমি শিক্ষার্থী আটটি ব্যাচে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়িত ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এজ)’ প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে।

বার্ড-এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান ও কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক। এছাড়া বার্ডের কর্মকর্তাবৃন্দ, এজ প্রকল্পের প্রশিক্ষক এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *