সিলেটে প্রায় ৪ লক্ষ টাকার বিদেশি মদসহ স্বামী-স্ত্রী আটক

সিলেটে প্রায় ৪ লক্ষ টাকার বিদেশি মদসহ স্বামী-স্ত্রী আটক

সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হিলু রাজীবাড়ি এলাকায় সমুজ আলীর বসতবাড়ির টিনশেড গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৩,৮২,৬০০/- টাকা মূল্যের ৩৩৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল ওই গোডাউনে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গোডাউনের মালিক সমুজ আলী (৫০) এবং তার স্ত্রী হাসনা বেগম (৪০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত সমুজ আলীর বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এর থেকে বোঝা যায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ আসামিদের আদালতে সোপর্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *