
দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে দুদক এই অনুসন্ধানের দায়িত্ব বিশেষ তদন্ত অনুবিভাগকে দিয়েছে।
দুদকের অভিযোগ সূত্রে জানা যায়, মোমিনুল ইসলামের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে:
- তদন্ত রিপোর্ট গায়েব: ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার বিরুদ্ধে হওয়া চাকরিচ্যুতির দুটি তদন্ত রিপোর্ট (২০০৬ এবং ২০২২ সালের) গায়েব করে দেন।
- অবৈধ সম্পদ অর্জন: অভিযোগে বলা হয়েছে, তিনি দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। এর মধ্যে রয়েছে বিলাসবহুল বাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এবং শেয়ারের ব্যবসা।
- কোচ সার্ভিস ও আর্থিক ক্ষতি: ঢাকা-কুষ্টিয়া রুটে তার মালিকানায় প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৭টি শীততাপ নিয়ন্ত্রিত সুপিরিয়র কোচ রয়েছে। এছাড়া, তিনি ভ্রমণ ভাতা নীতিমালা পরিবর্তন করে বিমানের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা আর্থিক ক্ষতি করেছেন।
- ভ্রমণ ভাতায় অনিয়ম: প্রশাসনিক আদেশ লঙ্ঘন করে তিনি বিমানের ইঞ্জিনিয়ারদের টিএ/ডিএ বাবদ ১৬ হাজার ১৮৫.৬০ মার্কিন ডলার অবৈধভাবে দিয়েছেন।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে এখন অনুসন্ধান পরিচালিত হবে।