
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক সারাদেশে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নে সরকারি অর্থ আত্মসাৎ ও অন্যান্য অনিয়মের অভিযোগের ভিত্তিতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের দলটি অভিযানকালে ক্রীড়া পরিদপ্তর থেকে অভিযোগ-সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
দুদক জানিয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর একটি বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। তদন্তের মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।