
ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ধরার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল আজ কাস্টমস হাউসে সফল ফাঁদ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩০ হাজার টাকা ঘুষসহ সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় এবং তার সহযোগী মাইনুদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।
দুদকে জমা দেওয়া অভিযোগ অনুযায়ী, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজ-এর স্বত্বাধিকারী আমির হোসেন জাপান থেকে ৬,৪২৮.১০ মার্কিন ডলার মূল্যের কিছু প্লাস্টিক পণ্য আমদানি করেন। পণ্যগুলো খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পর শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মোঃ ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি শুরু করেন। তারা নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দিলে পণ্য খালাস না করে তা নিলামে বিক্রির হুমকি দেন।
এই হুমকির পরিপ্রেক্ষিতে আমির হোসেন বিষয়টি দুদক, চট্টগ্রাম কার্যালয়কে জানান। দুদক কর্তৃপক্ষ ফাঁদ অভিযান পরিচালনার অনুমোদন দেয়। পরিকল্পনা অনুযায়ী, আজ অভিযানকালে দুদকের বিশেষ টিম ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণ করে। এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় এবং তার সহযোগী মাইনুদ্দীনকে ঘুষের টাকা ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার শেষে দুদক টিম আলামতের জব্দ তালিকা তৈরি করে এবং সাক্ষীদের বক্তব্য গ্রহণ করে। সকল আইনানুগ কার্যক্রম সম্পন্ন করার পর তাদের বিরুদ্ধে মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলাকালে এই অপরাধের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও আইনের আওতায় আনা হবে বলে দুদক জানিয়েছে।