
দক্ষিণ এশিয়ায় সিনথেটিক ড্রাগের বিস্তার রোধে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আজ সিআইডি (Criminal Investigation Department) এবং UNODC (United Nations Office on Drugs and Crime)-এর মধ্যে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
যেসব বিষয়ে আলোচনা হয়েছে
সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ায় সিনথেটিক ড্রাগের প্রভাব, প্রতিরোধ কৌশল এবং আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। বিশেষভাবে যেসব বিষয় নিয়ে গুরুত্বারোপ করা হয়েছে সেগুলো হলো:
- আইন প্রয়োগে সক্ষমতা বৃদ্ধি।
- আঞ্চলিক পর্যায়ে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়।
- যৌথভাবে নতুন উদ্যোগ গ্রহণ।
বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা ভবিষ্যতে কার্যকর সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর বিষয়ে একমত পোষণ করেন।
বৈঠকে যারা উপস্থিত ছিলেন
বৈঠকে UNODC প্রতিনিধিদলের পক্ষে ছিলেন ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট মি. মার্কো লেটিজি এবং ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মি. এ বি এম জিয়াউল কবির। সিআইডি’র পক্ষে উপস্থিত ছিলেন ডিআইজি মো. জামশের আলী, ডিআইজি মো. আবুল বাশার তালুকদার এবং অতিরিক্ত ডিআইজি আলি আকবর খান সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।