চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী গড়তে যৌথ উদ্যোগের আহ্বান চসিক মেয়রের

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী গড়তে যৌথ উদ্যোগের আহ্বান চসিক মেয়রের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সরকারি ও বেসরকারি সকল সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। সোমবার কাজীর দেউরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে “এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মেয়র বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো চট্টগ্রাম। এখানকার ভৌগোলিক অবস্থান, সমুদ্রবন্দর এবং প্রাকৃতিক সম্পদ এই শহরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করেছে। তবে, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সমন্বিত উদ্যোগ, দক্ষ ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। তিনি আরও বলেন, শুধুমাত্র পরিকল্পিত উদ্যোগ এবং বিনিয়োগবান্ধব পরিবেশের মাধ্যমেই চট্টগ্রামকে একটি আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও প্রসারের লক্ষ্যে মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এই মেলার আয়োজন করেছে। আজ থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, চীন ও ইরানসহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এতে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *