
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলনকারীরা ফের সড়ক অবরোধ শুরু করেছেন। সোমবার ভোর থেকে অবরোধ বন্ধ থাকলেও সকাল সাড়ে ১০টার পর তারা সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা গত শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন। এর অংশ হিসেবে তারা রোববার সকাল থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেন। ফলে সোমবার সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে সকাল সাড়ে ১০টার পর আন্দোলনকারীরা ফের অবরোধ শুরু করেন।
এই অবরোধের কারণে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তারা ভাঙ্গাবাসীর দাবি পূরণের প্রত্যাশা করেন। হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, সকাল থেকে মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলছিল। তবে অবরোধের কারণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে যান চলাচল ব্যাহত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মানুষের ভোগান্তি নিরসন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।
গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামেন ভাঙ্গাবাসী। তারা দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা কয়েকদিন ধরে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।